বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্য়ুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিলই। বৃহস্পতিবার দুপুর গড়াতে না গড়াতেই প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনায়।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের ঘনঘটা। কলকাতার পাশাপাশি হাওড়া., হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান. বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিলই।
এদিকে উত্তরের জেলাগুলিতেও অঝোরে বৃষ্টি পড়ছে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।