কিষান মোর্চার ভারত বনধের জেরে সপ্তাহের প্রথম দিন চরম ভোগান্তি হল হাওড়ার নিত্যযাত্রীদের। হাওড়ার বিভিন্ন রাস্তায় চলে অবরোধ। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
সংযুক্ত কিষান মোর্চার (United Kisan Morcha) ডাকা ধর্মঘটকে সমর্থনে পথে নেমেছে বাম সংগঠনগুলো (Left Wings) । বিদ্যুতের দাম, জ্বালানি তেলের দামবৃদ্ধি নিয়েও প্রতিবাদ করতে দেখা যায়। এর জেরে হাওড়ার আমতায় বন্ধ ছিল কলকাতা সহ সব রুটের বাস। কর্মস্থলে পৌঁছতে পারেনি অনেক কর্মচারী। হাওড়ার শানপুর মোড়ে বাম ছাত্র, যুব, মহিলা সগঠন পিকেটিং করে। বনধের সমর্থনে অনেক গাড়িও আটকান বাম কর্মী-সমর্থকরা। খবর পেয়ে আমতা থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
বাম সমর্থকরা প্রতিবাদে পথে নামলেও বনধের কোনও প্রভাব পড়েনি জনজীবনে। পুলিশ সমর্থনকারীদের সরিয়ে দেওয়ার পরই স্বাভাবিক হয়ে যায় সব। ধর্মঘটকে কেন্দ্র করে কোনও অশান্তি যাতে না হয়, তার জন্য শহরের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে।