রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করলেও এখনও বেশকিছু অসাধু বাজি ব্যবসায়ী গোপনে শব্দবাজি বিক্রি করছে। প্রত্যেক বছরেই শব্দবাজি নিয়ে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সাধারণ মানুষকে সচেতন করেন। এই বছর শব্দবাজি নিয়ে রাজ্যের তরফে আরও কঠোর হয়েছে বিধিনিষেধ। তারপরেও গোপনে রমরমিয়ে চলছে শব্দবাজির কারবার।
Kali Puja Immersion: কালী প্রতিমা বিসর্জনের সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার
বাজি ব্যবসায়ীরা প্রশাসনের কথা অমান্য করেই শব্দবাজি বিক্রি করছে বর্ধমান শহরে। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বর্ধমান থানার পুলিশ। ইছলাবাদ থেকে পুলক দাস নামে একজন বাজি বিক্রেতাকে গ্ৰেফতার করা হয়েছে। তাঁর দোকান থেকে প্রায় ২২কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্বার করেছে বর্ধমান থানার পুলিশ।