বিহারের(Bihar) ঔরঙ্গাবাদ জেলা থেকে আবারও এক লজ্জাজনক ছবি সামনে এল। ঔরঙ্গাবাদ জেলায় পঞ্চায়েত নির্বাচনে ভোট না দেওয়ার জন্য দলিত(Dalit) সম্প্রদায়ের যুবকদের এক বৈঠকে ডাকা হয়। শোনা যাচ্ছে সেখানে তাঁদের থুতু চাটতে বাধ্য করা হয়েছে।
ঔরঙ্গাবাদের পঞ্চায়েত ভোটে প্রধান পদপ্রার্থী ভোটের আগে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো তাঁর পক্ষে ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের টাকা দেওয়া হয়। কিন্তু ভোট না পাওয়ায় দলিত সম্প্রদায়ের মানুষদের মারধর করার অভিযোগ ওঠে প্রার্থীর বিরুদ্ধে। শুধু মারধর করেই ওই প্রার্থী ক্ষান্ত হননি। এরপর থুতু চাটানোর অভিযোগও ওঠে ওই প্রার্থীর বিরুদ্ধে।
আরও পড়ুন- Rajnath Singh: 'ধর্মের ভিত্তিতে দেশভাগ ঐতিহাসিক ভুল', পাকিস্তানকে আক্রমণ রাজনাথ সিংয়ের
ঘটনাটি ঘটেছে কুটুম্বা ব্লকের ডুমরি পঞ্চায়েতের সিংনা গ্রামে। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে এবং তাতে দেখা গেছে পঞ্চায়েতের প্রধান প্রার্থী বলবন্ত সিং সিংনার গ্রামের দুই ভোটারকে নির্মমভাবে মারধর করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই পুলিশ(Police) অভিযুক্ত প্রধান প্রার্থীকে গ্রেফতার করে বলে জানা গেছে।