পুজো এগিয়ে আসা মানেই কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়া। বেড়ানোর তোড়জোড় শুরু।
অ্য়াডভেঞ্চার প্রিয় বাঙালির মনকে বরাবরই হাতছানি দেয় গভীর জঙ্গল আর অরণ্য। অরণ্যের দিনরাত্রিকে তারিয়ে তারিয়ে উপভোগ করতে চাইলে এবার আপনার বেড়ানোর সেরা ডেস্টিনেশন হতে পারে সুবজে ঘেরা ডুয়ার্স।
গুরমারা,চাপড়ামারির জঙ্গল। রাজ্য সরকারের নির্দেশে খুলে গেছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চলগুলি। আর গাড়িতে জঙ্গলযাত্রার (কার সাফারি) অনুমোদনের পরেই গরুমারা, চাপড়ামারির মতো বনভূমিতে ঢল নেমেছে পর্যটকদের।এখন গরুমারা জাতীয় উদ্যানে দিনে প্রায় সাতটি জিপ সাফারি হচ্ছে।
গড়ে ১১টি করে গাড়ি প্রতিদিন চলছে। পুজোর আগে পর্যটকদের আগমনে আশায় বুক বাঁধতে শুরু করেছেন জঙ্গল লাগোয়া রিসর্ট মালিক, গাড়ি ব্যবসায়ীরা