চিনের বিরুদ্ধে ক্রমশ আগ্রাসী মনোভাব নিচ্ছে ভারত। চিনা সেনার আগ্রাসনের জবাবে যে ভারতকেও আগ্রাসী মনোভাব গ্রহণ করতে হবে, তা বুঝেছে নয়াদিল্লি। তারই প্চিরাথমিক পদক্ষেপ হিসাবে চিন সীমান্তে ভারত আরও ৫০ হাজার জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।পাশাপাশি যুদ্ধ বিমানগুলিকেও অ্যালার্টে রাখা হয়েছে। যদিও, ভারতীয় সেনা আর প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র এই প্রশ্নের জবাবে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। বিগত কয়েক মাস ধরে ভারত চীন সীমান্তের আলাদা আলদা জায়গায় বাহিনী, যুদ্ধ বিমান মোতায়েন করে চলেছে। ড্রাগনের বিস্তারবাদী নীতিতে লাগাম কষতে আর চীন সীমান্তে কড়া নজরদারির জন্য ভারত প্রায় দুই লক্ষ সেনা মোতায়েন করেছে। গত বছরের তুলনায় তা ৪০ শতাংশ বেশি।