আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা দেশ। সৌধ এবং রাস্তাগুলি আলোকমালায় সজ্জিত। করোনাকালের আঁধার কাটার প্রতীক্ষায় ভারত।
অযোধ্যার সরযূ নদীর ধারে জ্বলে উঠেছে অজস্র প্রদীপ। উত্তরপ্রদেশ সরকারের 'দীপোৎসব ' উপলক্ষ্যে এই আয়োজন৷
দিল্লি এবং গুজরাটের গান্ধীনগরের অক্ষরধাম মন্দির সেজে উঠেছে আলোকমালায়। দীপাবলির আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে অমৃতসরের স্বর্ণমন্দির।