ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে তাদের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি। এমনই দাবি করল চিকিৎসক সংগঠন আইএমএ।
একটি বিজ্ঞপ্তিতে আইএমএ-র বাংলা শাখা জানিয়েছে, সংস্থার দুটি অনুষ্ঠানে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতারক ওই ব্যক্তিকে দেখা গিয়েছিল। একটি অনুষ্ঠানে ছিলেন কলকাতার তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। যেখানে নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দেন দেবাঞ্জন। অন্য অনুষ্ঠানে ছিলেন শান্তনু সেন। কিন্তু, সেখানে তাঁকে কেউ আইএএস অফিসার হিসেবে পরিচয় করিয়ে দেননি।
দেবাঞ্জনের উদ্দেশ্য ছিল, আইএমএকে সামাজিক কাজকর্মে সাহায্য করার অছিলায় ছবি তুলে প্রভাব বিস্তার করে। তাদের নাম ব্যবহার করে দেবাঞ্জন দেব প্রতারণা করেছে বলে অভিযোগ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের। তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশে এফআইআরও করেছে চিকিৎসকদের এই সংগঠন।