তরুণ কুস্তিগীর সাগর ধনখড় হত্যা মামলায় দিল্লির মান্ডালি জেলে রয়েছেন কুস্তিগীর সুশীল কুমার। জেলে যা খাবার দেওয়া হচ্ছে তা পরিমিতি নয় বলে আদালতে জানালেন সুশীলের আইনজীবীরা। আইনজীবীদের তরফে দিল্লি আদালতে বলা হয়, টোকিও অলিম্পিকে প্রস্তুতি নিচ্ছেন কুস্তিগীর,তাই তার আরও বাড়তি খাবারের প্রয়োজন। আপাতত সুশীলের জন্য জেলে বরাদ্দ খাবারের পরিমান ৫টি রুটি, দুটি সবজি,ডাল ও ভাত।
। কিন্তু এই খাবার একজন কুস্তিগীরের জন্য একেবারেই উপযুক্ত নয় বলে আদালতে সওয়াল করেন সুশীলের আইনীজীবীরা। জেল কর্তৃপক্ষের কাছে প্রোটিন যুক্ত বাড়তি খাবার দাবি জানানো হয়েছে। সুশীলের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে তাঁর আইনজীবীদের সঙ্গে সরকার পক্ষের কৌঁসুলীদের দীর্ঘ সওয়াল জবাব চলে৷ যদিও রায় দানের উপরে স্থগিতাদেশ জারি করে আদালত