কালিয়াচক খুন-কাণ্ডে চার জনের দেহ উদ্ধার করল পুলিশ। মাসখানেক আগের ঘটনা। চারটি দেহের কঙ্কাল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কালিয়াচকের পুরনো ১৬ মাইল এলাকার ওই বাড়ির মধ্যে আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্ক থেকেই কঙ্কালগুলি উদ্ধার করা হয়।বাবা, মা, বোন এবং ঠাকুমাকে খুনে অভিযুক্ত মহম্মদ আসিফ এবং তাঁর দাদা মহম্মদ আরিফকে শনিবার সকালে আটক করে পুলিশ। এর পর চলে জিজ্ঞাসাবাদ। তার পর থানা থেকে তাঁদের নিয়ে আসা হয় বাড়িতে। এর পরই ওই দেহগুলি উদ্ধার করা হয়েছে।