দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির জেরে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তুললেন নেটিজেনদের একাংশ। মঙ্গলবার টুইটারে ট্রেন্ডিং হয়েছে তাঁর পদত্যাগের দাবি। নেটিজেনরা হ্যাশটাগ রিজাইন পিএম মোদী লিখে টুইট করেছেন। আর তাতে যারপরনাই চটেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি টুইটারে লিখেছেন, 'মোদীজি দেশকে নেতৃত্ব দিতে জানেন না, কঙ্গনা অভিনয় করতে জানে না,শচীন ব্যাট করতে জানেন না,লতাজি গান গাইতে জানেন না। কিন্তু ট্রোলরা সব জানে।' এরপর তাঁর মন্তব্য,'মোদীজি আপনি পদত্যাগ করে এই সব বিষ্ণু অবতার ট্রোলকে প্রধানমন্ত্রী করে দিন।'