CPI ছেড়ে এবার কংগ্রেসের (Congress) পথে কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)? জল্পনা কিন্তু তেমনই।
কংগ্রেস ও সিপিআই সূত্রের খবর, সম্প্রতি রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করেছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNU) ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া। তাঁর কংগ্রেসে যোগ দেওয়ার অনেকটাই নিশ্চিত।
CPM: ত্রিপুরায় 'আক্রান্ত' বাম, কলকাতায় রাস্তায় নেমে অর্থ সংগ্রহ বিমান, সূর্যকান্তদের
আসন্ন বিধানসভা নির্বাচনগুলিতে কানহাইয়াকে তারকা প্রচারক হিসাবে ব্যবহার করার কথা ভাবছে কংগ্রেস। জানা গিয়েছে, কানহাইয়ার সঙ্গে রাহুলের বৈঠকের নেপথ্যে রয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (PK)। আর এক তরুণ নেতা জিগনেশ মেভানিও কংগ্রেসে যোগ দিতে পারেন।
AISF-এর হয়ে জেএনইউ ছাত্র সংসদের সভাপতি হন কানহাইয়া। ২০১৯ সালে বেগুসরাই কেন্দ্রে সিপিআই প্রার্থী হিসেবে লড়াই করে হেরে যান তিনি।