নদীয়ার করিমপুরের কেচুয়াডাঙ্গায় দিশারী সংঘের এবারের দুর্গাপুজো পদার্পণ করল ১১তম বর্ষে । কোভিড মহামারী গত দু বছরে প্রাণ কেড়েছে বহু মানুষের। বিপর্যস্ত করেছে বহু পরিবারকে। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে ঘরবন্দী মানুষের আতঙ্ক কাটাতে এবারে একটু অন্যরকমভাবে ভাবতে চেয়েছেন উদ্যোক্তারা। এবারে তাঁদের থিম ‘স্বপ্নের দেশে’। তবে এর পাশাপাশি পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সামাজিক বার্তা দেওয়া হচ্ছে দিশারী সংঘের পক্ষ থেকে। বাজেট ধরা হয়েছে প্রায় সাড়ে ১৪ লক্ষ টাকা।
গৌতম দেবনাথ, উদ্যোক্তা (00:15-00:52)
তবে হাইকোর্ট ও রাজ্য সরকারের যাবতীয় কোভিড বিধি মেনেই চলছে পুজো। এখানে প্রতিটি দর্শনার্থীকে প্রথমেই স্যানিটাইজার টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে হচ্ছে। এর পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মেনে ১০ মিটার দূরে থেকে প্যান্ডেল ও প্রতিমা দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। প্যান্ডেলটি নাট মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। তিন দিক খোলামেলা থাকায় দূর থেকেই প্রতিমা দর্শন করা যাচ্ছে। এর পাশাপাশি, যে দর্শনার্থীরা মাস্ক ছাড়া আসছেন, তাঁদের প্রত্যেকেই মাস্ক দেওয়া হচ্ছে।