দিল্লির একাধিক হাসপাতালে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে দেশের সব মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অক্সিজেনের জন্য আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইট করে একথা জানিয়েছেন তিনি। লেখেন, "দিল্লিতে অক্সিজেন পাঠানোর জন্য সব মুখ্যমন্ত্রীকে আমি চিঠি লিখেছি। কেন্দ্রীয় সরকার আমাদের সাহায্য করলেও করোনা এতটাই মারাত্মক যে তার কাছে সবই অপর্যাপ্ত।"