প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আবেদন করেছিলেন বটে, কিন্তু তাতে কোনও কাজ হল না। তিনটি কৃষি আইন (Farm Law) প্রত্যাহারে যতক্ষণ না সংসদের সীলমোহর পড়ছে, ততক্ষণ আন্দোলন চলবে বলে জানিয়ে দিল সংযুক্ত কিষাণ মোর্চা।
ভারতীয় কিষাণ ইউনিয়নের তরফে রাকেশ টিকায়েত (Rakesh Tikayet) বলেন, "সরকারকে সবার আগে আলোচনায় বসতে হবে। ওরা বলবে আর আমরা অবস্থান ছেড়ে উঠে যাব, এমনটা হবে না।"
শুক্রবারই তিনটি ‘বিতর্কিত’ কৃষি আইন প্রত্যাহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ভাষণে এই ঘোষণা করে তিনি বলেন, "নভেম্বরের শেষেই তিনটি কৃষি আইনকে প্রত্যাহার করার সাংবিধানিক প্রক্রিয়া শেষ করব।আপনারা নিজেদের ঘরে ফিরুন, নিজেদের খেতে ফিরুন।"
অন্যদিকে শনিবার দিল্লি-হরিয়ানা সীমানার সিঙ্ঘুতে সংযুক্ত কিষাণ মোর্চার ৯ সদস্যের কোর কমিটির বৈঠক হয়। আগামী ২৯ নভেম্বর হবে সংসদ চলো অভিযান। আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য রবিবার বৈঠকে বসছে ৪২টি কৃষক সংগঠন।