রাজ্য জু়ড়ে বিধিনিষেধে আরও ছাড় দিল সরকার। আজ থেকে রাজ্যের সমস্ত কলকারখানায় ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজের ছাড়পত্র দিয়েছে নবান্ন। একই নিয়ম বলবৎ হবে তথ্যপ্রযুক্তি সংস্থা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে পরিষেবা প্রদানকারী সংস্থাতেও। পাশাপাশি, মিউজিয়াম এবং বিনোদন পার্ক খোলারও অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রতি ক্ষেত্রেই কোভিডবিধি মেনে চলার কথা মনে করিয়ে দিয়েছে রাজ্য সরকার।
সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়েছে, ১৭ অগস্ট থেকে রাজ্যের সমস্ত কলকারখানায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত কর্মী নিয়ে কাজ চালু করা যাবে। যদিও সে ক্ষেত্রে প্রত্যেক কর্মীর কোভিড টিকাকরণ থাকা বাধ্যতামূলক।