জীবনের গতি যত বাড়ছে, তত যেন সুর হারাচ্ছে। জীবনটা যদি মহম্মদ রফির (Mohammed Rafi) গলার মতো হত! পৃথিবীর সব সুর যেন নিংড়ে নিয়ে ঢালা হয়েছিল এই মানুষটার গলায়। মহম্মদ রফি (Mohammed Rafi)। তাঁর এক একটা গান যেন জীবনের এক একটা অধ্যায়, এক একটা মেজাজ, মনে হয়, এই সুরেলা আওয়াজটুকু শোনার জন্যেই তো বেঁচে থাকা, আহা।
রফিযখন গেয়ে উঠতেন, মনে হতো, প্রক্রিতির সব রূপ রস গন্ধ যেন ওই গলাতেই বন্দি । তাঁর গাওয়া আনন্দের গান শুনলে মনে হয়, এই দুনিয়ায় কেউ বুঝি তাঁর চেয়ে বেশি সুখি নয়। দুঃখের গানে মনে হয়, দুঃখকে এত গভীর ভাবে উপলব্ধি আগে কেউ কখনো করেনি। রফির গাওয়া 'খোয়া খোয়া চাঁদ', 'আপকি হাসিন রুখ', আভি না যাও ছোড় কর', 'আজ মউসম বড়া বেইমান', 'ইয়ে রেশমি জুলফে' ...কোনটা ছেড়ে কোনটা বলি, এক একটা গান শোনাই যেন এক একটা জীবন বেঁচে নেওয়া।
মহম্মদ রফির ৯৮ তম জন্মদিবসে এই উপমহাদেশের সুর সম্রাটের প্রতি রইল বিনম্র শ্রদ্ধার্ঘ্য।