দেশে খানিকটা কমেছে দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ। পশ্চিমবঙ্গ (West Bengal) সহ বেশ কিছু রাজ্যে চলছে লোকাল ট্রেন। এবার প্রত্যাবর্তন হতে চলেছে মেল এবং এক্সপ্রেস ট্রেনের। প্রায় দেড় বছর পরে।
গত দেড় বছর ট্র্যাকে ছুটেছে কেবল স্পেশাল ট্রেন। এবার ফের আগের ছন্দে ফেরার পথে ভারতীয় রেল (Indian Railway)।
Metro Smart Card: মেট্রো স্মার্ট কার্ডের (Metro Smart Card) সিকিউরিটি ডিপোজিট বাড়ল
রেল বোর্ড সূত্রের খবর, প্রায় দেড় বছর পরে ফিরছে মেল ও এক্সপ্রেস ট্রেন। কোভিড আবহে দেশজুড়ে সব দূরপাল্লার ট্রেনে ছিল 'স্পেশাল' তকমা। পরিবর্তিত সিদ্ধান্তর কথা সব জোনকে জানাল রেল বোর্ড। কবে থেকে বদল, প্রযুক্তিগত দিক খতিয়ে দেখে হবে দিন ঘোষণা।