মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে বৃহস্পতিবার শহরে আসতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এ'দিন দুপুরে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। নবান্ন সূত্রে খবর, দুপুর দুটোয় তাঁর নবান্ন আসার কথা।
কোভিড মোকাবিলায় মুখ্যমন্ত্রীর গঠন করা কমিটির প্রধান অভিজিৎ। বিদেশে থাকাকালীন ভার্চুয়াল মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই কমিটির বৈঠকে অংশ নিয়েছেন। কিন্তু এ বার বৈঠক হবে মুখোমুখি। নবান্ন সূত্রে খবর, রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে তাঁদের বৈঠকে।