টোকিও অলিম্পিকের আসরে (Tokyo Olympics) ইতিহাস তৈরি করায় ভারতীয় পুরুষ হকি দলকে (Indian men's hockey tem) অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটারে মমতা লিখেছেন, 'আরও একটা গর্বের মুহূর্ত। ব্রোঞ্জ পদক জেতার জন্য অভিনন্দন ভারতের পুরুষ হকি দলকে। তোমাদের লড়াই আগামী প্রজন্মও মনে রাখবে।'
জার্মানিকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে ৪১ বছর পর অলিম্পিক্সে পদক জিতেছে ভারত। ৫-৪ গোলে ম্যাচ জিতে নিয়েছে ভারত। অভিনন্দনের বন্যায় ভেসে যাচ্ছেন রূপিন্দর, শ্রীজেশরা। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, বলিউডের তারকারা অভিনন্দন জানিয়েছেন ভারতীয় দলকে।