বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে গিয়েই কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার পরিস্থিতি পরিদর্শন করে মমতা বলেন, বারবার বলা সত্ত্বেও কেন্দ্র সরকার কিছুতেই ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন দিচ্ছে না। এই প্রজেক্ট তৈরি না হলে ঘাটালকে বাঁচানো যাবে না। পাশাপাশি তিনি ঘোষণা করেন, কেন্দ্রীয় সেচ মন্ত্রীর কাছে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের একটি প্রতিনিধি দল পাঠানো হবে। ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদনের বিষয়টি নিয়ে তাঁরা মন্ত্রীর কাছে বিস্তারিত জানাবেন।
এর আগে ঘাটালের বন্যা পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছিলেন সাংসদ-অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। তিনি বলেন, মমতা প্রধানমন্ত্রী হওয়ার আগে ঘাটাল মাস্টার প্ল্যানের কেন্দ্রীয় অনুমোদন মিলবে বলে মনে হয় না।
মমতা বলেন পরিকল্পিত ভাবে বন্যা করা হচ্ছে। ৫০০ কোটি টাকায় চেকড্যামগুলি তৈরি হয়েছে। কিন্তু পরিকল্পনা করে কাজ হচ্ছে না। প্রশাসনকে আরও বেশি কাজ করতে হবে। আরও অনেক ক্যাম্প তৈরি করতে হবে।