রাজ্যে অক্সিজেনের কারখানার দাবি জানিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট ৭০টি হাসপাতালে অক্সিজেন কারখানা করতে চায় রাজ্য। সেখানে কেন্দ্র মাত্র ৪টি কারখানার অনুমতি দিয়েছে। নিজের তহবিল ও সংস্থা দিয়েই অক্সিজেন কারখানাগুলি তৈরির পরিকল্পনা করেছে রাজ্য। যদিও কেন্দ্রীয় সরকারের কারণেই সেই পরিকল্পনা বাধা পাচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই রাজ্যে অক্সিজেনের ঘাটতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা।