মুম্বইয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন শিবসেনার নেতা উর্দ্ধব ঠাকরের (Urdhav Thackray) পুত্র আদিত্য ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শিবসেনার দুই নেতা। উর্ধ্বব ঠাকরের স্বাস্থ্যের খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধঘণ্টা শিবসেনার দুই নেতার সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মুম্বইয়ের ট্রিডেন্ট হোটেলে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মঙ্গলবার সন্ধেয় দেখা করতে আসেন আদিত্য ঠাকরে ও সঞ্জয় রাউত। ২০২৪ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই জাতীয় স্তরে শক্তি বৃদ্ধি করতে চাইছে তৃণমূল। তাই শিবসেনার সঙ্গে মমতার বৈঠক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে আদিত্য ঠাকরে জানান, "মমতাদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এর আগেও মুম্বই এলে তাদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তাই দেখা হয়েছে।"
আদিত্য ঠাকরে বলেন, "মুম্বইয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জয় রাউত ও আমার সঙ্গে দেখা হয়েছে। আমরা মহারাষ্ট্রে স্বাগত জানিয়েছি মমতাদিকে। দু-তিন বছর আগে যখন মুম্বইয়ে এসেছিলেন মমতাদি, তখনও আমরা দেখা করেছিলাম। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সেটা একদমই আলাদা। মুম্বইয়ে আসলে তাই দেখা করে স্বাগত জানাতে হয়। সেই জন্যই এখানে এসেছি আমরা।"
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদিত্য ঠাকরে বলেন, "রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা নিয়ে আদিত্য ঠাকরে বলেন, "অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। কিন্তু এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।"