বাংলার সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করবেন না, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির চিঠি ফিরিয়ে নেওয়ার জন্য হাতজো়ড় করে অনুরোধ জানালেন মুথ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়।‘‘মুখ্যসচিব বাঙালি বলেই কি এত রাগ? তাই কি বদলি? রাজ্যকে কাজ করতে দিচ্ছে না কেন্দ্র’’, সাংবাদিক বৈঠক থেকে সরাসরি অভিযোগ তোলেন মমতা।বাংলায় বিধানসভা নির্বাচনে হার হয়েছে বলেই কি প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে? সেই কারণেই কি মুখ্যসচিবের বদলি?সাংবাদিক বৈঠক থেকে এদিন প্রশ্নও তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী