অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ফোনে আড়ি পাতার অভিযোগ আগেই উঠেছে কেন্দ্রের(CENTRE) বিরুদ্ধে। এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(AMIT SHAH) জন্য অভিষেকের(Abhishek Banerjee) জীবন ‘বিপন্ন’ হতে বসেছে বলে অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিযোগ, অমিতের নির্দেশেই সারাক্ষণ অভিষেকের(Abhishek Banerjee) সঙ্গে ছায়ার মতো লেগে রয়েছে বিজেপি-র গুন্ডারা। চার পাশ থেকে গুন্ডারা ঘিরে ধরায় অভিষেকের(Abhishek Banerjee) জীবন ‘বিপন্ন’ বলেও দাবি করেন মমতা।
মমতা
বলেন, ‘‘ত্রিপুরায় অভিষেক (Abhishek Banerjee) যাওয়ার পর যে ভাবে ওর গাড়িতে মারা হয়েছে, তাতে ওর মাথায় আঘাত লাগতে পারত। পরে প্রশাসনের তরফে বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হয়েছিল।
এমনি গাড়ির কাচ হলে চুরমার হয়ে যেত। সঙ্গে চুরমার হয়ে যেতে পারত ওর মাথাও। আর সবটাই পুলিশের সামনে হয়েছে। নানা রকম পরিকল্পনা করা হচ্ছে। অভিষেক বিমানে কোথাও গেলে, ওর পাশের পাঁচটা আসন বুক করে গুন্ডা তুলে দেওয়া হচ্ছে।
অভিষেকের(Abhishek Banerjee) জীবন বিপন্ন।’’