বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পর নবান্ন ফিরে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ডিভিসির ছাড়া জলে প্লাবিত আটটি জেলা। ডিভিসির এই ইস্যু নিয়ে দ্রুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন মমতা।সবমিলিয়ে প্রায় ৪ লাখ মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১ লাখ বাড়ি। ডিভিসির এতবার জল ছাড়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে রাজ্য ডিভিসির থেকে ক্ষতিপূরণ আদায় করে নেবে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন যে, আগে কখনও এত জল ছাড়া হয়নি। একে ম্যানমেড ক্রাইম বলেই দাবি করেন তিনি।
এর পাশাপাশি এই জেলাগুলিতে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন যে একাধিক পদক্ষেপ আগে থেকেই গ্রহণ করেছে, তাও জানান মমতা।