আবারও কি সক্রিয় হচ্ছে মাওবাদীরা(Maoist posters)? ফের মাওবাদী পোস্টারে আতঙ্ক ছড়াল পুরুলিয়ায়(Purulia)।
বরাবাজার ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর মাওবাদি পোষ্টার (Maoist posters)উদ্ধার হয়।
বরাবাজার গ্রাম পঞ্চায়েত, বেড়াদা গ্রাম পঞ্চায়েত, ও তুমড়াশোল গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় মাওবাদীদের নামে দেওয়া একাধিক পোস্টার উদ্ধার হয়। পোস্টারে শাসকদল তৃণমূল কংগ্রেস দলের নেতাদের হুমকি দেওয়া হয়েছে, এবং টাকা নিয়ে জঙ্গলে দেখা করার দাবি জানানো হয়েছে
তবে এই ঘটনার সঙ্গে মাওবাদীদের(Maoist posters) কোনও যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুরুলিয়া জেলা পুলিশ।