টানা বৃষ্টিতে ডুয়ার্সে লক্ষ্মীপুজোর বাজার তেমন জমল না । সকাল থেকেই সেরকম লোক নেই বাজারে । বিকেলেও একই পরিস্থিতি । পুজোর প্রয়োজনীয় সামগ্রী যেমন প্রতিমা,ফল,দশকর্মা সামগ্রীর তেমন বিক্রি নেই বললেই চলে ।
লক্ষ্মী লাভের আশায় বাজারে লক্ষ্মী প্রতিমার পসার সাজিয়েছেন মৃৎশিল্পীরা । কিন্তু, বিক্রি কই । তাঁদের কথায়, সেরকম একটা বিক্রি হচ্ছে না প্রতিমা । বৃষ্টির জন্য বাজারে ক্রেতার দেখা নেই । গতবারের তুলনায় প্রতিমা কম বানানো হয়েছে । তারপরও মাত্র হাতে গোনা কয়েকটি প্রতিমাই বিক্রি হয়েছে । এদিকে, দশকর্মা ও ফলের দোকানেও একই ছবি ।
এক ফল ব্যবসায়ী জানাচ্ছেন, "সকাল থেকে একটানা বৃষ্টিতে ক্রেতার দেখা নেই । কেউ আসলেও একটা-দুটো ফল নিয়ে চলে যাচ্ছে । ফলের বিক্রি নেই বললেই চলে ।এছাড়াও জলকাদায় বাজারের নাজেহাল পরিস্থিতি । তার উপর বাজার নেই । তাই একপ্রকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা ।"