একটা সময় ছিল, যখন সোনার ফারারি গাড়ি নিয়ে উদ্বেল হত বিশ্ব। কিন্তু নেটজগতের নতুন আকর্ষণ এখন সোনার চুল!
বিখ্যাত মানুষজনের কাছে পরচুলা বা নতুন করে হেয়ার এক্সটেনশন খুব নতুন কিছু নয়। কিন্তু মেক্সিকোর rapper ড্যান সার (Dan Sur) বিষয়টাকে আরো একটু এগিয়ে নিয়ে গিয়েছেন৷ তিনি নিজের মাথায় বসিয়েছেন সোনার চুল।
সম্প্রতি এই গায়কের একটি নতুন মিউজিক ভিডিও বিপুল আলোড়ন তৈরি করেছে। তাঁর নতুন মেটালিক লুকের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ২৩ বছর বয়সী গায়কের দাবি, তিনিই প্রথম rapper, যিনি মাথায় সোনার চুল বসালেন।
মেক্সিকোর এই শিল্পী নিজের মাথায় সোনার চুল বসিয়েছেন গত এপ্রিল মাসে। কিন্তু সম্প্রতি তাঁর নতুন গান 'ওরো (oro)' রিলিজ করেছে। তারপরেই শুরু হয়েছে আলোচনা।
যদিও সোনার চুল বসাতে ঠিক কতখানি খরচ হয়েছে, তা জানা যায়নি। সেই নিয়ে রীতিমতো জল্পনাকল্পনা চলছে নেটদুনিয়ায়।