দেশের উন্নয়নে নারীশক্তির ক্ষমতায়নে গুরুত্ব কেন্দ্রের। (Narendra Modi)। বৃৃহস্পতিবার এই নিয়ে “আত্মনির্ভর নারীশক্তি সে সংবাদ” নামক একটি অনুষ্ঠানের মাধ্যমে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠী (women Self Help Group )-র সদস্যদের সঙ্গে কথা বলবেন। দিনদয়াল অন্ত্যোদয় যোজনা (Deendayal Antyodaya Yojana) জাতীয় গ্রামীণ জীবিকা মিশন নামক অনুষ্ঠানে তিনি কথা বলবেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। কীভাবে তারা নিজেদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য পেয়েছেন, তাও শুনবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী কৃষি জীবিকার উন্নয়ন নিয়েও একটি হ্যান্ডবুক প্রকাশ করবেন।