রাষ্ট্রসংঘের (UN) সাধারণ সভার মঞ্চ থেকে নাম না করে পাকিস্তানকে (Pakistan) হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, যে দেশ সন্ত্রাসবাদকে ব্যবহার করছে তাদের কাছেও সন্ত্রাসবাদীরা বিপজ্জনক। আফগানিস্তানকে যেন সন্ত্রাসবাদীরা ব্যব৭হার না করতে পারে। আফগানিস্তানের পরিস্থিতির সুযোগ যেন কেউ না নিতে পারে। এ জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। বললেন মোদী
এদিন গোটা বিশ্বের সংস্থাগুলিকে ভারতে এসে Coronavirus -এর টিকা তৈরির ডাক দেন মোদী। প্রধানমন্ত্রীর মুখে এদিন শোনা গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাও।
Mamata Banerjee: রোমে যেতে না যাওয়ায় কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ মমতার
প্রধানমন্ত্রী বলেন, "আমি গণতন্ত্রের মহান পীঠস্থানের প্রতিনিধিত্ব করছি। আমরা দেশের ৬ লক্ষের বেশি গ্রামে ড্রোনের মাধ্যমে ডিজিটাল ম্যাপিং করছি। গৃহহীনদের জন্য ৩ কোটি পাকা ঘর তৈরি হয়েছে। ৪৩ কোটি মানুষের অ্যাকাউন্ট করা হয়েছে। ভারতীয়ের উন্নয়ন হলে পৃথিবীরও উন্নয়ন হবে। ৩৬ কোটির বেশি মানুষকে বিমার আওতায় আনা হয়েছে। উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ভারত।"