করোনা সংক্রমিত হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের প্রধান মোহন ভাগবত। নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। RSS -এর তরফে টুইটে জানানো হয়েছে, শুক্রবার দুপুরে করোনা সংক্রমিত হন মোহন ভাগবত। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ৭ মার্চ নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে কোভিড ভ্যাকসিন নেন RSS প্রধান। তাঁর সঙ্গে সেদিন ভ্যাকসিন নিয়েছিলেন RSS সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি যোশি। তবে তাঁরা কেউই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এখনও নেননি।