সোমবার সকালে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri) উদ্দেশ্যে রওনা দিলেন TMC সাংসদ দোলা সেন (Dola Sen)-সহ তৃণমূল নেতৃত্ব। বিমানবন্দরে দোলা সেন জানান, দলের পক্ষ থেকে ৫ জনের প্রতিনিধি দল উত্তরপ্রদেশ যাচ্ছে।
তৃণমূলের প্রতিনিধি দলে রয়েছেন দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, আবির রঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব। দোলা আরো বলেন, লখিমপুরের খেরিতে কৃষক পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তাঁরা। তাঁর দাবি, তানাশাহি চলছে উত্তরপ্রদেশে। যেভাবে দেশ জুড়ে মানুষের ওপর অত্যাচার চলছে, কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে- তা মেনে নেওয়া যায় না। মমতা ব্যানার্জি এই ঘটনায় টুইট করে তীব্র নিন্দা জানিয়েছে। রাতেই নেত্রী তাঁদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন দোলা।
শুধু উত্তরপ্রদেশ নয়, ত্রিপুরাতেও একই ঘটনা ঘটছে বলে দাবি দোলার। তিনি বলেন, ২০২১ সালে বাংরার মানুষ রায় দিয়েছেন। ২০২৩-এ পাঞ্জাব, উত্তরপ্রদেশ,ত্রিপুরার মানুষ রায় দেবেন। ২০২৪ সালে এই সরকারের অবসান হবে।