এ রাজ্যের কেউ আফগানিস্থানে আটকে আছে কিনা, সে ব্যাপারে, প্রতিটি জেলার জেলাশাসককে খোঁজ নেওয়ার নির্দেশ দিল নবান্ন। তাঁদের সম্পর্কে সমস্ত তথ্য, নাম, ফোন নম্বর জোগাড় করতে হবে জেলাশাসকদের। খবর পেলেই নবান্নকে তা জানাতে হবে। উদ্ধার করার চেষ্টা করবে নবান্ন।
তালিবান আতঙ্কে আফগানিস্থান থেকে দেশে ফেরার চেষ্টা করছেন ভারতীয়রা। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বায়ুসেনার সি ১৭ গ্লোব মাস্টার বিমান পাঠিয়েছে আটকে পড়াদের উদ্ধার করে আনতে।