প্রতিদিন নিয়ম করে বাড়ির সামনের ফাঁকা মাঠে মদ-গাঁজার আসর বসত। তারই প্রতিবাদ করেছিলেন গৃহবধূ। এর ফলে নরেন্দ্রপুরে(Narendrapur) ঐ গৃহবধূর বাড়ি ঢুকে তার মেয়ে ও শ্বশুরকে মারধর করা হয়। ভাঙচুর করা হয়েছে বাড়িটিও। শুধু তাই নয়, ঐ গৃহবধূর মেয়ের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ।
এখানেই শেষ নয়। এই ঘটনা দেখে প্রতিবাদ করতে প্রতিবেশী এক অন্তঃসত্ত্বা(Pregnant) গৃহবধূ এগিয়ে এলে তাকে মারধর করে মদ্যপরা।
Kangana Ranaut: কঙ্গনা রানাউতের বিরুদ্ধে টিটাগড় থানায় মামলা কংগ্রেসের আইনজীবী নেতার
এলাকাবাসীর অভিযোগ, শুধু রাতেই নয়, দিনের বেলাতেও এখানে মদের আসর বসে। ছেলে-মেয়ে নির্বিশেষে ঐ মাঠে চলে দেদার মদ্যপান। এর আগেও বহুবার এই ঘটনার প্রতিবাদ করেছেন স্থানীয়রা। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। একবার থানা থেকে পুলিশ এলেও তাতে দুষ্কৃতিদের(Hooligans) দৌরাত্ম্য কিছুমাত্র কমেনি।
গোটা ঘটনা নিয়ে নরেন্দ্রপুর থানায়(Narendrapur Police Station) অভিযোগ দায়ের হয়েছে। ঘটনা খতিয়ে দেখে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।