মুম্বই হামলার (Mumbai Attack) ১৩ তম বর্ষপূর্তিতে বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে গোটা দেশ। শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) সহ রাজনৈতিক নেতারা।
২০০৮ সালের ২৬ নভেম্বর রক্তের বন্যায় লাল বয়ে গিয়েছিল বাণিজ্যনগরী মুম্বই(Mumbai)। সন্ত্রাসবাদীদের হামলায় কেঁপেছিল আরব সাগর (Arabian Sea) তীরবর্তী শহর। সন্ত্রাসবাদীদের হামলায় প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। সেই ক্ষত এখনও দগদগে দেশবাসীর মনে।
১৩ বছর আগের সেই হামলায় শহীদদের স্মরণ করে শুক্রবার শ্রদ্ধা জানানো হয় মুম্বইতে। মহারাষ্ট্রের গভর্নর ভগত সিংহ কোশিয়ারি, উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল সন্ত্রাসী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মুম্বইয়ে হামলার কথা উল্লেখ করে ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসাবাদী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। সন্ত্রাসবাদীদের কাপুরুষের মতো আক্রমণের সামনে যে নিরাপত্তা রক্ষীরা লড়াই করেছিলেন তাঁদের সাহসকে স্যালুট। আপনাদের সাহসিকতায় গোটা দেশ গর্বিত। এই ত্যাগ দেশবাসী মনে রাখবে।