দেশে করোনা সংক্রমণ ক্রমশ কমছে ।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১১১ জন, সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৪৭৭ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৫লক্ষ ২ হাজার ৩৬২-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪লক্ষ ৯৫হাজার ৫৩৩। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৪,০১,৫০।
এখনও অবধি দেশে মোট ৩৪ কোটি ৪৬ লক্ষ ১১ হাজার২৯১ জন করোনা টিকা পেয়েছেন