কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৯২ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৮১৭ জনের। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ২৯১ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৮ লক্ষ ৪৩ হাজার ৮২৫ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৪,০৫,০২৮।
এখনও অবধি দেশে মোট ৩৬ কোটি ৪৮ লক্ষ ৪৭ হাজার ৫৪৯ জন করোনা টিকা পেয়েছেন।