স্বাধীনতা দিবসে(Independence day) জাতীয় পতাকার অবমাননা রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(centre)।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশবাসীর কাছে আশা ও স্বপ্নের প্রতীক জাতীয় পতাকা(national flag)। তাই জাতীয় পতাকাকে(national flag) সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত।
সকলেই জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাশীল হলেও জাতীয় পতাকা বহন বা প্রদর্শন নিয়ে সাধারণ মানুষ থেকে প্রতিষ্ঠানের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা গিয়েছে।
কাগজের তৈরি জাতীয় পতাকার বদলে যে কোনও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্লাস্টিকের তৈরি পতাকা ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্লাস্টিক কাগজের মতো সহজে বিনষ্ট না হওয়ায়, তা নানা সমস্যার সৃষ্টি করে।
সঠিক পদ্ধতি ও নিয়ম মেনে যাতে জাতীয় পতাকাকে কোথাও ব্যবহার ও সংরক্ষণ করা হয়।
কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে স্বাধীনতা দিবস ও অন্যান্য সাংস্কৃতিক বা ক্রীড়া অনুষ্ঠানে যেন “ফ্ল্য়াগ কোড অব ইন্ডিয়া,(flag code of india) ২০০২” মেনে কাগজের জাতীয় পতাকাই ব্যবহার করা হয়।
অনুষ্ঠান শেষে যেন সেই পতাকা মাটিতে ফেলা না হয় বা ছিঁড়ে না ফেলা হয়, সেই বিষয়টিও নিশ্চিত করার দয়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়গুলির উপর।