গাড়িতে করে গাজা পাচারের অভিযোগে আটক মহিলা।শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দিরের ঘটনা।
মহিলার নাম স্বপ্না মল্লিক, বয়স ৪৮।তেলের ড্রামে করে আনুমানিক দশ থেকে বারো কিলো গাঁজা লুকনো ছিল
। মহিলার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বাগডোগরা থানায় খবর দেন ওই ব্যক্তি। খবর পেয়েই শিবমন্দির এলাকায় মহিলাকে আটক করে পুলিস।
তল্লাসি চালাতেই তেলের ড্রাম থেকে উদ্ধার হয় লুকনো গাঁজা।