অন্তর্বাস পরেই ট্রেন সফর করলেন এক ব্যক্তি। না যে সে ব্যক্তি নন। জনতা দলের বিধায়ক গোপাল মন্ডল। পাটনা থেকে রাজধানী এক্সপ্রেসে চড়েছিলেন বিধায়ক। গন্তব্য দিল্লি। জামা প্যান্ট ছাড়া শুধু অন্তর্বাসে গোপাল মণ্ডলকে দেখে সহযাত্রীরা প্রথমে অবাক, তারপরপর বিরক্ত হন। আপত্তিও জানান অনেকেই। তাতেও কোনো লাভ হয়না।
এ পর্যন্ত একরকম ছিল। কিন্তু এখানেও থামেননি বিধায়ক মাশাই। সহযাত্রীদের সঙ্গে মাঝে মাঝে অভব্য আচরণও করেছেন গোপাল। ভয় দেখিয়েছেন, গুলি করারও হুমকি দিয়েছেন।
অন্তর্বাস পরে ট্রেন সফরের কথা স্বিকার করেই গোপাল মন্ডলের যুক্তি তার পেট খারাপ ছিল, বারবার শৌচালয়ে যেতে হচ্ছিল। তাই জামাকাপড় খুলে রাখতে হয়েছিল।