ড্রাইভিং লাইসেন্সের জন্য আর যেতে হবে না আরটিও অফিসে। বাড়িতে বসে অনলাইনেই মিলবে এই পরিষেবা। নতুন নির্দেশিকায় এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও সড়ক উন্নয়ন মন্ত্রক। তবে শুধু ড্রাইভিং লাইসেন্সই নয়। ভেহিকল রেজিস্ট্রেশন, লার্নার ড্রাইভিং লাইসেন্সও মিলবে অনলাইনেই। নতুন যানবাহনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করতেই এই নির্দেশিকা জারি হচ্ছে। এর মাধ্যমে ৬০ দিন আগেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট পুনর্নবীকরণ করা যাবে। এ ছাড়া অস্থায়ী রেজিস্ট্রেশনের সময়সীমাও ১ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করা হয়েছে। করোনা পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।