নিষিদ্ধ সংগঠন জামাত-ই-ইসলামির (Jamaat-e-Islami )বিরুদ্ধে ব্যাপক তল্লাশি অভিযান শুরু কাশ্মীরে(JAMMU AND KASHMIR)। সকাল থেকেই শ্রীনগর-সহ ১৪ জেলার ৪৫ জায়গায় তল্লাশি শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।
পাকিস্তানপন্থী এবং বিচ্ছিন্নতাকামী অবস্থানের জন্য ২০১৯ সালেই জামাত-ই-ইসলামি সংগঠনটিকে নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। কিন্তু নতুন করে উপত্যকায় সংগঠনটির সক্রিয়তা বাড়ছে বলে সম্প্রতি গোয়েন্দা সূত্রে জানা যায়।
তাতেই জম্মু-কাশ্মীর (JAMMU AND KASHMIR)পুলিশ, সিআরপি জওয়ানদের সঙ্গে নিয়ে সকালে তল্লাশি অভিযানে নামেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
উপত্যকার(JAMMU AND KASHMIR) পুলিশ সূত্রে খবর, শ্রীনগর, বদগাম, বারামুল্লা, কুপওয়ারা, বন্দিপোরা, অনন্তনাগ, সোপিয়ান, পুলওয়ামা, কুলগাম, ডোডা, কিস্তওয়ার, রাজৌরি-সহ একাধিক জেলায় তল্লাশি চলছে