দেখতে কিছুটা গরু, কিছুটা ঘোড়া। সেই সুকুমার রায়ের কবিতা হাঁসজারুর মতো। বাংলায় এ প্রানীটিকে সবাই নীলগাই নামেই চেনে।
এমনই এক নীলগাইয়ের দেখা মিলল বাঁকুড়ার বাঁকাদহ গ্রামে।অদ্ভূত প্রকৃতির প্রানী দেখতে ভিড় জমান গ্রামবাসীরা।
বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের কুলুপুকুরের জঙ্গলে প্রথমে নীলগাইটি নজরে আসে বাসিন্দাদের।কুলুপুরের কাছে চোরকুন্দার এলাকায় জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে একটি নীলগাইটি দেখতে পান বাসিন্দারা l
সিংবিহীন এই প্রানী দেশি গরুর মতো দেখতে হলেও ঘাড়ে ঘোড়ার মতো কেশর রয়েছে l স্থানীয়রা প্রথমে সেটি ঘোড়া বলে মনে করে l
পড়ে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। এরপর নীলগাইটিকে উদ্ধার করেজয়পুরে নিয়ে যাওয়া হয় l জয়পুর বনদফতরের তরফে নীলগাইটিকে কলকাতায় চিড়িয়াখানায় রাখার জন্য পাঠানো হয়েছে ।