নির্দিষ্ট দিনেই হবে ভবানীপুর বিধানসভা উপনির্বাচন (Bhawanipur By-Poll)। জানাল কলকাতা হাইকোর্ট। ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। মঙ্গলবার আদালত জানিয়েছে, উপনির্বাচন নির্ধারিত দিনেই হবে।
ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলায় শুক্রবার শুনানি ছিল। অবশেষে মঙ্গলবার আদালত জানিয়ে দেয় নির্বাচনে কোনও বাধা নেই। তবে নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্যসচিবের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। পরবর্তী শুনানি ১৭ নভেম্বর।
ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে উপনির্বাচন না হলে রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দেবে। নির্বাচন কমিশনকে এ নিয়ে চিঠি দেন মুখ্যসচিব। নির্বাচন কমিশনও বিজ্ঞপ্তিতে সাংবিধানিক সংকটের কথা উল্লেখ করে। এই বিষয় নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। অন্য কেন্দ্রে উপনির্বাচন না করিয়ে কেন ভবানীপুরে উপনির্বাচন হবে! তা নিয়ে কমিশনের কাছে হলফনামা চায় আদালত। কমিশনের হলফনামাতে ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট।