ক্রিসমাস (Christmas) ও নিউইয়ারে (New Year) শিথিল হচ্ছে রাজ্যের কোভিড গাইডলাইন (Covid Guideline)। ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত থাকছে না নাইট কার্ফু (Night Curfew)। রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত যাতায়াতে কোনও বিধিনিষেধ থাকবে না। বার (Bar), রেস্তরাঁ (Restaurant) সবকিছুই স্বাভাবিক সময়ের মতো খোলা থাকবে। নতুন নির্দেশিকায় এমনটাই জানাল নবান্ন।
নতুন করে ছড়াচ্ছে কোভিডের নয়া প্রজাতি ওমিক্রন (Omicron)। তাই রাজ্যজুড়ে কোভিডবিধি একই থাকবে। কিন্তু ক্রিসমাস ও নিউইয়ারের কথা মাথায় রেখে এক সপ্তাহ শিথিল করা হচ্ছে কোভিড প্রোটোকল।
আরও পড়ুন: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হলেন ৬,৯৮৪ জন, মৃত ২৪৭
তবে ক্রিসমাস ও নিউইয়ারে ছাড় দিলেও রাজ্যবাসীকে কোভিড বিধি মানার নির্দেশ দিয়েছে রাজ্য। রেস্তরাঁ, রাস্তাঘাটে মাস্ক পরতে হবে। দূরত্ববিধি মেনে চলতে হবে সাধারণ মানুষকে।