বুধবার সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে(Blast) কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার(South 24 Parganas) নোদাখালি(Nodakhali)। এলাকার বাসিন্দাদের কথায়, সকাল ৮টা ১৫ নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে নোদাখালির(Nodakhali) সোনারিয়া এলাকা। বিস্ফোরণের(Blast) তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে গিয়েছে। স্থানীয়দের দাবি, অসীম ঢেঁকির বাড়িতেই বাজি তৈরি হতো। সেখানেই বিস্ফোরণ(Blast) ঘটে। ওই বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।
বাড়ির ভিতর থেকে গৃহকর্তা অসীম ঢেঁকি, তাঁর মামিমা এবং বাজি তৈরির কারিগর অতিথি হালদারকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মারা যান বাড়ি মালিক-সহ ওই ৩ জন।
আরও পড়ুন- Illegal construction: সোনারপুরে বেআইনি নির্মানের অভিযোগ জানানোয় আক্রান্ত দম্পতি
স্থানীয়দের দাবি, অসীম ঢেঁকির বাড়িতেই বাজি তৈরি হতো। সেখানেই বিস্ফোরণ(Blast) ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় তিনটি দেহ। দেহাংশ ছিটকে গিয়ে পড়ে বেশ কিছুটা দূরে। বাজির মশলা থেকেই বিস্ফোরণ(Blast) ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে সেখানে বেআইনিভাবে বাজি তৈরি হতো কি না, খতিয়ে দেখছে পুলিশ(Police)।