এই সেদিন পর্যন্ত অভাবের সংসারে টানাটানি ছিল খুব। এর গেল বছর এক মাসে রোজগার হয়েছে ৫ লক্ষ টাকা।
দিন আনি দিন খাই ইসক মুন্ডার গল্পটা রাতারতি বদলে গেল কীভাবে? শ্রমিকের কাজ করে দিনের হিসেবে মজুরি পেতেন উড়িষ্যার সম্বলপুরের ইসক মুন্ডা। রোজকার ক্লান্তি ভুলতে ভিডিও করতে ইচ্ছে করত তাঁর। তাই হাজার তিনেক টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনে ফেললেন একদিন। বলাটা সহজ, কিন্তু ইসকের জন্য সেটা ততোটা সহজ ছিল না। হাজার তিনেক টাকা ঋণ নিতে হয় তাঁকে। লকডাউনে যে কাজও ছিল না হাতে।
সেই স্মার্ট ফোন দিয়েই একদিন ভিডিও বানালেন ইসক। কীসের? না, কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে, সম্বর ডাল খাওয়ার ভিডিও। রাতারাতি ৫ লক্ষ ছড়াল সেই ভিডিওর ভিউ। তারপর থেকে একের পর এক ভিডিও বানিয়ে ফেলতে লাগলেন ইসক। গ্রামীণ মানুষের দিন যাপনের গল্প বলা ভিডিও। প্রায় প্রতিটাতেই থাকে আঞ্চলিক ছোঁয়া। এখন তাঁর ইউটিউব ফলোয়ারের সংখ্যা ৭ লক্ষ।