দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন(Omicron) আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন(IMA) বা আইএমএ । সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ওমিক্রন আবহে যদি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করা হয়, তাহলে দেশে করোনার তৃতীয় ঢেউ(Third Wave) আটকানো যাবে না ।
কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রনে এখনও পর্যন্ত দেশে ২৩ জন আক্রান্ত হয়েছে । সোমবার সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত যে বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি । এর ফলে বহু মানুষ সংক্রমিত হবে ।
চিকিৎসকদের এই সংগঠনের পক্ষ থেকে সরকারকে ১২ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব ত্বরান্বিত করার দাবি জানানো হয়েছে । সেই সঙ্গে সংক্রমণরোধের জন্য স্বাস্থ্যসেবা, ফ্রন্টলাইন কর্মী এবং কম ইমিউনিটি থাকা ব্যক্তিদের অতিরিক্ত ডোজ দেওয়ার বিষয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে আইএমএ(IMA) ।
আরও পড়ুন, Omicron Variant: মহারাষ্ট্রে নতুন করে ওমিক্রনে আক্রান্ত হলেন ২ জন, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৩
দক্ষিণ আফ্রিকায় কোভিডের এই নতুন ভ্যারিয়েন্টের প্রথম খোঁজ মেলে । এর পর থেকে ওমিক্রন দুই ডজন দেশে ছড়িয়ে পড়েছে । ইতিমধ্যেই আন্তর্জাতিক বিমান পরিষেবায় নতুন গাইডলাইন জারি করেছে কেন্দ্র । রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সতর্ক করা হয়েছে ।