সাইক্লোন ‘গুলাব’ (Cyclone Gulab)রবিবার সন্ধেয় প্রবল বেগে আছড়ে পড়েছে ওড়িশা (Odisha) ও অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) উপকূলে। শুরু হয়ে গেছে ঝড়ের তাণ্ডব।
কয়েক ঘণ্টার মধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ওড়িশার গঞ্জাম জেলায় জলের তোড়ে ভেসে গিয়েছেন এক ব্যক্তি। অন্যদিকে, অন্ধ্র প্রদেশে মৃত্যু হয়েছে দুই মৎস্যজীবীর (Fisherman)।
১৬ হাজার মানুষকে ওড়িশার উপকূল এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, জানিয়েছে প্রশাসন।অন্ধ্রের শ্রীকাকুলামে চলছে ঝড়ের দাপট। কলিঙ্গপত্তনমের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মোট ৬১টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১ হাজার ১০০ জন